ওয়েবসাইটে ক্রাক থিম ব্যবহারের ঝুকি

0
121
AdsMarker post

ক্রাক থিম বা ক্রাক স্ক্রিপ্ট ব্যবহার করলে বেশীরভাগ ক্ষেত্রে এডসেন্স এপ্রুভাল পেতে সমস্যা হয়. ক্রাক থিমের মধ্যে হিডেন Ad থাকে, যেগুলো সাধারণত ইনেক্টিভ থাকে, যখন ওয়েবসাইটে ট্রাফিক আসা শুরু হয়, তখন সেগুলো অটোমেটিক এক্টিভ হয়ে যায়.

সাধারণত ক্রাক থিমের মধ্যে Hidden Pop under এড থাকে, পপ আন্ডার এড দেখা যায়না, তবে সাইটের কোথাও ক্লিক করলে user অন্য একটা ওয়েবসাইটে চলে যায়. এই পপ আপ এড সব সময় কাজ করেনা, যখন ওয়েবসাইটে অনেক ট্রাফিক আসে, তখন কিছু user এভাবে রিডাইরেক্ট করে নিয়ে যায়. যার ফলে এড রেভিনিউ কম আসে.

ওয়েবসাইটে ফ্রি থিম ব্যবহার করতে পারেন, কিন্তু ক্রাক থিম ব্যবহার করলে যে কোন সময় বড় বিপদে পড়তে পারেন. তাছাড়া ক্রাক থিম দিয়ে AdSense এ এপ্লাই করলে গুগলের টিম দেখতে পারে যে সাইটে হিডেন নেগেটিভ এড আছে, তখন ওরা এপ্রুভাল না দিয়ে সাইট রিজেক্ট করে দেয়।

এডসেন্স এবং ব্লগিং নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য এই ইনফরমেশন কিছুটা কাজে দিবে.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here